গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপি সরকার ২০০৬ সালে র্যাবের কার্যক্রম শুরু করেছিল। এবার র্যাব সংকট উত্তরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পুলিশ থাকার পরও দেশে র্যাব থাকতে হবে কেন? র্যাবের বর্তমান যে কার্যকলাপ সে হিসেবে দেশে র্যাব থাকা উচিত না। র্যাবকে বন্ধ করে দেওয়া উচিত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পাগলা গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প ও অপারেশনের উদ্বোধনী অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।
গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, গ্রামাঞ্চলে এখনো সেভাবে স্বাস্থ্য সেবা পৌঁছায়নি। আমরা আরও বেশি আশা করি।
এ সময় পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের উদ্যোগে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ মেডিকেল টিমের (মেডিসিন, প্রসূতি , চক্ষু, শিশু ও সার্জারি) বিভিন্ন চিকিৎসা সেবা পরিদর্শন ও পরামর্শ প্রদান করেন তিনি।