শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও উপাচার্যের পদত্যাগ দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল বুধবার বেলা ১২টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বসে তাঁরা এই অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান।
এ সময় বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সভাপতি রাহুল দাস, সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাকিন, সদস্য নুসরাত জাহান মীম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সুজয় শুভ, ছাত্র ইউনিয়ন সদস্য জয়দেব শাহাসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, একজন উপাচার্য নির্বিচারে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে। তিনি শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তাঁর অধিকার নেই এখন আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে থাকার। তাঁকে পদত্যাগ না করিয়ে ঘরে ফিরব না।