হোম > ছাপা সংস্করণ

চেয়ারম্যান প্রার্থীকে হত্যার হুমকি

পিরোজপুর ও মঠবাড়িয়া প্রতিনিধি

আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর জন্য এক স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থীকে মোবাইল ফোনে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁর ঘরবাড়িও জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

গত রোববার সকালে মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নাসির আহম্মদকে এ হুমকি দেওয়া হয়। হুমকির বিষয়টি তিনি লিখিতভাবে থানায় জানিয়েছেন। গেল নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।

তবে এবারের নির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের আগে নাসির আহম্মদকে এ হুমকি দেওয়া হয়।

জানা যায়, হুমকিদাতা মঠবাড়িয়া উপজেলার সাবেক এক জনপ্রতিনিধি এবং ঢাকার সাবেক এক ছাত্রনেতার নাম ব্যবহার করেন। তবে হুমকি ও নিরাপত্তাহীনতার মধ্যে থাকলেও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী নাসির।

হুমকির বিষয়ে জানতে চাইলে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, ‘নাসির আহম্মদকে হুমকি দেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এদিকে পূর্ব সহিংসতার আশঙ্কায় বড় মাছুয়া ইউনিয়নে নির্বাচন উপলক্ষে বড় মাছুয়া বাজারে পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি পুরো বাজার সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

আগামী ৫ জানুয়ারি মঠবাড়িয়া উপজেলার ৪টি ইউপিতে ভোটগ্রহণ হবে। নির্বাচনে ৩৫ জন চেয়ারম্যান প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে মোট ২৯০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ