হোম > ছাপা সংস্করণ

সামাজিকভাবে সম্মান দিতে হবে করদাতাদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কর দিয়ে যাঁরা দেশের উন্নয়নকে এগিয়ে নিচ্ছেন তাঁদের সামাজিকভাবে সম্মান দেওয়া হলে বড় স্বীকৃতি হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। তিনি গতকাল বুধবার (২৪ নভেম্বর) দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাঁচ জেলার সেরা করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন। এ সময় চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে মাহবুবুল আলম আরও বলেন, ‘আমরা হয়রানি থেকে মুক্তি চাই। আমরা স্বেচ্ছায় দেশের উন্নয়নে ভ্যাট, ট্যাক্স দেব।’ প্রতিটি উপজেলায় কর অফিস চালু হলে করদাতা বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

সেরা করদাতা পুরস্কার পাওয়া নাদের খান বলেন, ‘ভ্যাট নিয়ে অনেকের ভীতি আছে। কর কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে হবে। ভ্যাটের আদি রীতি মডিফাই করে এখানে চালু করা হয়েছে। যদি সঠিক উন্নয়ন অব্যাহত থাকে, তবে কর দিতে ইচ্ছে হবে।’

নাদের খান আরও বলেন, ‘যাঁরা কর দেন, তাঁদের ওপর বারবার হামলা হয়। আমরা যদি ভীতিতে থাকি, তবে করের আওতা বাড়বে না। ফটিকছড়িতে আমার চা বাগান আছে। সেখানে নিয়মিত যাতায়াত করি। এখন ভিলেজ ইকোনমি ভাইব্রেন্ট।’

সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানের আহ্বায়ক ও কর অঞ্চল-১ এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর কমিশনার (অঞ্চল-৪) এমএম ফজলুল হক। এতে শুভেচ্ছা বক্তব্য দেন কর কমিশনার এ কে এম হাসানুজ্জামান, কর আপিল কমিশনার মঞ্জু মান আরা বেগম, ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, কর কমিশনার (অঞ্চল ৩) মো. মাহমুদুর রহমান, মেট্রোপলিটন চেম্বারের জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ