যশোরে ৩৩৪টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৯০ শতাংশ।
গতকাল শুক্রবার যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ এই তথ্য জানিয়েছেন। এ দিকে বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় কারও প্রাণহানি ঘটেনি।
আগের দিন বৃহস্পতিবার ২৫৮ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়। বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৬৬ শতাংশ। এ দিন করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।
ডা. রেহেনেওয়াজ জানান, সর্বশেষ ৩৩৪ জনের নমুনার ফল হাতে এসেছে। এর মধ্যে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে যশোর সদরে ৮ জন, অভয়নগরে ২, ঝিকরগাছায় ২ ও শার্শায় ১ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় ২১ হাজার ৫০৪ জনের করোনা শনাক্ত হলো। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৩৮০ জন। আর মারা গেছেন ৪৮৫ জন।
ভারতের সঙ্গে সীমান্তবর্তী জেলা হওয়ায় যশোরে প্রথম ডেলটা ধরনের করোনা শনাক্ত হয়। সেই অবস্থা থেকে কিছুটা স্বস্তিতে আছেন জেলাবাসী।