হোম > ছাপা সংস্করণ

রাজনীতি আর অভিনয় দুই নিয়েই পায়েল

অভিনয়গুণেই দুই বাংলার দর্শকের মন জয় করেছেন পায়েল সরকার। চলতি বছর ভারতের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন পায়েল। নির্বাচনে হেরে যাওয়ার পরপরই রাজনীতি থেকে দূরে রাখছেন নিজেকে। আজ মুক্তি পাচ্ছে পায়েল সরকার অভিনীত ছবি ‘অনুসন্ধান’। ছবির মূল চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে অভিনয় করছেন পায়েল সরকার। রহস্য ও রোমাঞ্চে ভরপুর এই ছবির প্রেক্ষাপট লন্ডনের একটি বাড়ি ও কোর্টকে ঘিরে। পাপ, অপরাধ, সম্পর্ক—সব উঠে আসবে ছবির গল্পে।

কিছুদিন আগেই শেষ করেছেন নতুন ছবি ‘জতুগৃহ’র শুটিং। এখন ব্যস্ত হয়ে পড়েছেন ‘কুলপি’ ছবির শুটিংয়ে। এ মাসের ১৬ তারিখ থেকে নতুন ছবির কাজ শুরু করছেন পায়েল সরকার। কলকাতার বাইরেও কাজের প্রস্তাব রয়েছে। অর্থাৎ ক্যারিয়ার নিয়ে তাঁর ব্যস্ততা তুঙ্গে। তাহলে কি রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন পায়েল? পায়েল বলছেন, ‘মানুষের জন্য কাজ করতে গেলে নিজের কাজের জায়গাটা ঠিক রাখতে হবে। আমার কাছে থাকলে তবেই তো আমি কাউকে দিতে পারব। তাই প্রচুর কাজ করতে চাচ্ছি।’

রাজনীতি আর অভিনয়—দুই বিষয়েই ভবিষ্যৎ সাজাচ্ছেন পায়েল। ভালো ছবি করতে চান। ওয়েব সিরিজ করারও ইচ্ছে আছে। আর রাজনীতিকে সঙ্গে নিয়েই এগোতে চান।

পায়েল বলেন, ‘রাজনীতি একটা লার্নিং প্রসেস। জীবনযাপনের সঙ্গে গভীরভাবে যুক্ত। কোনটা ঠিক করলাম, কোনটা ভুল, সেটা শেখা যায়। আর অভিনয় তো থাকছেই। আরও ভালো ছবি, ওয়েব সিরিজ, নতুন নতুন কাজ—সব নিয়েই ভাবতে চাই। ফিল্ম আর রাজনীতি—দুটোকে নিয়েই আমি এগোতে চাই।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ