হোম > ছাপা সংস্করণ

উজিরপুরে সেতু ভেঙে খালে ট্রাকসহ ভেকু

উজিরপুর প্রতিনিধি

উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ডাবেরকুল-ধামুড়া সড়কের একমাত্র সেতুটির ওপর দিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে ভেকু নিয়ে পার হচ্ছিল একটি ট্রাক। এ সময় সেতু ভেঙে ভেকুসহ ট্রাকটি খালে পড়ে যায়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫০ মিটার দৈর্ঘ্যের লোহার সেতুটি দিয়ে দৈনিক ১০-১২ হাজার মানুষ, ইজিবাইক, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে আসছিল। সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ভারী যানবাহন উঠতে নিষেধ থাকলেও রাতের আঁধারে ট্রাকে করে ভেকু নিয়ে সেতুটি পার হওয়ার চেষ্টা করা হয়। মাঝখানে গেলে লোহার সেতুটি ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। ভবানিপুর থেকে ভেকু নিয়ে ট্রাকটি শরীয়তপুর যাচ্ছিল। ট্রাক চালাক ও হেলপার দুর্ঘটনার পরেই পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

ব্রিজটি ভাঙে যাওয়ায় লস্করপুর, গাজিরপাড়, খাটিয়ালপাড়াসহ ৮-১০টি গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন। ট্রাকসহ ভেকু উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

বড়াকোঠা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা বলেন, ‘সেতুটি ভেঙে পড়ায় তাৎক্ষণিক মানুষের চলাচল স্বাভাবিক করতে বাঁশের সাঁকো দিয়ে পারাপারের ব্যবস্থা করে দিয়েছি। গার্ডার ব্রিজ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।’

উপজেলা প্রকৌশলী শেখ আজিমুর রশিদ বলেন, ‘আয়রন ব্রিজ ভারী যানবাহন চলাচলের জন্য উপযুক্ত না। দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে সেতু নির্মাণ হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ