পঞ্চম ধাপে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চবিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল মতিন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব, ফুলছড়ি থানার ওসি কাওছার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মিজানুর রহমান প্রমুখ। সভায় উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।