হোমনায় পাওনা টাকা চাওয়ায় এক দোকানিকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দোকানের মালামালও ভাঙচুর করা হয়। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, আছাদপুর খেলার মাঠের পাশের জসীম কনফেকশনারি থেকে আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের সাইদুল ও সালাউদ্দিন ওরফে কালা জহির বাকিতে পণ্য কিনেন। পরে জসিম উদ্দিন গত বৃহস্পতিবার তাঁদের কাছে পাওনা টাকা চান। এ সময় দোকানির সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা দোকানিকে মারধর করেন। পরে জসিম উদ্দিনের বড় ভাই হেলাল উদ্দিন হোমনা থানায় একটি লিখিত অভিযোগ দেন।
এ ব্যাপারে অভিযুক্ত সাইদুল ও সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা তাঁদের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেন।
হোমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল বারী বলেন, ‘পাওনা টাকা চাওয়ায় দোকানির সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে, এমন একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।’