নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লোকালয়ে আটক একটি মেছো বিড়ালের বাচ্চা বনে অবমুক্ত করা হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের মুসলিম বাজার এলাকায় বাচ্চাটি ধরা পড়ে। পরে গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বন কর্মকর্তাদের উপস্থিতিতে মুছাপুর ক্লোজার গভীর বনে সেটিকে অবমুক্ত করা হয়।
নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, গত বুধবার দুপুরে কুতুবপুর ইউনিয়নের কিত্তনিয়ারহাটের মুসলিম বাজার এলাকার বাসিন্দা রহিমের মুরগির খামারে ধরা পড়ে বাচ্চাটি। পরে উপজেলা বন কর্মকর্তা শামছুদ্দিন ঘটনাস্থলে পৌঁছে মেছো বিড়ালটি উদ্ধার করে জেলা বিভাগীয় বন কার্যালয়ে নিয়ে আসেন। এটি লম্বায় সাড়ে চার ফুট ও উচ্চতায় দুই ফুট। পরে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরের গভীর বনে সেটিকে অবমুক্ত করা হয়।
মো. ফরিদ মিঞা আরও বলেন, এ প্রজাতির বিড়াল মানুষের কোনো ক্ষতি করে না। ছোট প্রজাতির প্রাণী খেয়ে তারা বেঁচে থাকে। ধারণা করা হচ্ছে, কুতুবপুর ইউনিয়নের পার্শ্ববর্তী কোনো জঙ্গল থেকে বাচ্চাটি লোকালয়ে চলে এসেছিল।