শাহীন রহমান, পাবনা
দেশের নানা স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়ে একক অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। গতকাল সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে চোখে কালো কাপড় বেঁধে তিনি অবস্থান নেন।
অধ্যাপক ড. মো. আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে অন্যায় অত্যাচার চলছে, তার প্রতিবাদে আমি এখানে দাঁড়িয়েছি। একটি স্বাধীন রাষ্ট্রে কোনো সম্প্রদায় এভাবে নির্যাতিত হতে পারে না।’