হোম > ছাপা সংস্করণ

সম্পত্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ক্রয় করা সম্পত্তির দখল পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ঝিনাইদহের কোটচাঁদপুরের এক ভুক্তভোগী পরিবার। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে কোটচাঁদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য জাকিয়া মহাছিনা তার স্বামী মো. এখলাছুর রহমান, মা আছমিনা আক্তার প্রমুখ।

লিখিত বক্তব্যে জাকিয়া মহাছিনা বলেন, ১৯৭৬ ও ১৯৮৬ সালে চায়না খাতুন ও ভদু মন্ডলের কাছ থেকে ৩২ শতক জমি ক্রয় করেন কোটচাঁদপুর আদর্শপাড়ার বাসিন্দা সোনাভান বিবি। এ ছাড়া একারুদ্দি শেখের কাছ থেকে ক্রয় করেন ৭ শতক জমি। এরপর ওই জমিতে তারা খেড়ের আবাদ করে দখল করে রেখেছিলেন। পরে ১৯৯২ সালে আমরা জমি দখল নিয়ে ৩০০টি শিশু গাছ লাগিয়ে ছিলাম।

মহাছিনা বলেন, ১৯৯৮ সালে ওই জমির মধ্যে ৩২ শতক আমাদের নামে রেকর্ডও হয়। যার দাগ নম্বর ১০৪৭। এরপর ভদু মন্ডল সেটেলমেন্টে রেকর্ডের বিরুদ্ধে ২৯ ও ৩০ ধারায় মামলা করেন। ওই মামলায় হেরে গিয়ে ১৯৯৮ সালেই ভদু মন্ডল ও আয়না খাতুন জমির অংশীদারত্ব দাবি করে কোর্টে মামলা করেন এবং জোর পূর্বক আমাদের লাগানো ২৫০টি শিশু গাছ কেটে দেন এবং ২০০০ সালে ওই জমিতে রাতের আঁধারে সন্ত্রাসী কায়দায় কাচা ঘর নির্মাণ করে দখল করেন। পরে ২০০১ সালে আদালত বাদীপক্ষের স্বত্ব প্রমাণিত না হওয়ায় মামলাটি খারিজ (ডিসমিশ) করে দেন এবং আপিলেও উক্ত রায় বহাল থাকে।

সংবাদ সম্মেলনে এই নারী লিখিত বক্তব্যে বলেন, ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি কোটচাঁদপুর পৌরসভায় সামাজিকভাবে বসা হলে ঘর সরিয়ে নিতে ছয় হাজার টাকাও দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ