হোম > ছাপা সংস্করণ

বান্দরবান সদরে শুরু ম্যাটসের নির্মাণকাজ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান সদরের রেইছা এলাকায় তৈরি হচ্ছে দেশের ১২ তম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)।

গতকাল বৃহস্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর নির্মাণকাজের উদ্বোধন করেন। প্রায় ৩০ কোটি ৫৮ লাখ টাকায় এই প্রকল্প বাস্তবায়ন করছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

২০২২ সালের ডিসেম্বর নাগাদ প্রকল্পের কাজ শেষ হলে ২০২৩ সাল থেকে ট্রেনিং স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানান স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম।

তিনি জানান, প্রকল্পের আওতায় ৩ তলা বিশিষ্ট একাডেমিক ভবন, ৩ তলা ছাত্রীনিবাস, ৪ তলা ছাত্রাবাস হোস্টেল ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া ৪ তলা বিশিষ্ট প্রভাষক ভবন, ১ তলা অধ্যক্ষ ভবন, ৩ তলা স্টাফ ভবন, ২ তলা গ্যারেজ ও ১ তলা বিশিষ্ট সাবস্টেশন স্থাপন করা হবে।

এ উপলক্ষে বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল আয়োজিত অনুষ্ঠানে সাংসদ বীর বাহাদুর উশৈসিং বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবাকে প্রান্তিক জনগণের দোরগোড়া পর্যন্ত পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। বান্দরবানে প্রতিষ্ঠিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে দীক্ষিত দক্ষ জনশক্তি সরকারের লক্ষ্য পূরণে সহায়ক ভূমিকা পালন করবে।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আকতার বক্তব্য দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ