নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আতশবাজিসহ মো. পনির হোসেন (৩৪) নামের এক ব্যক্তিকে আটক আটক করেছে র্যাব-১১। গতকাল বুধবার ভোরে চিটাগাং রোড এলাকা থেকে তাঁকে আটক করা হয়। র্যাব-১১-এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটক পনির হোসেন গাজীপুর জেলার গাজীপুর সদর থানার কয়ের এলাকার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১-এর মিডিয়া কর্মকর্তা মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিস্ফোরক দ্রব্য আতশবাজি ক্রয়-বিক্রয় করে আসছেন। তাঁর কাছ থেকে ১৯ হাজার ২৬৫টি আতশবাজি উদ্ধারসহ ও ১টি পিকআপ গাড়ি জব্দ করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্য আতশবাজি বিভিন্ন অপরাধী চক্র ক্রয় করে জনসাধারণের জীবন ও সম্পত্তির ক্ষতি সাধনের লক্ষে ব্যবহার করে থাকে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয় র্যাবের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে।