বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ করেছে উপজেলা ও পৌর যুবলীগ। গতকাল সোমবার সকাল ১০টায় বানারীপাড়া বন্দর বাজার সংলগ্ন শহর রক্ষাবাঁধের দুই পাশের রাস্তায় ফলজ, বনজ ও ঔষধি বিভিন্ন প্রজাতির ৭৫টি গাছ লাগানো হয়।
স্থানীয় সাংসদ মো. শাহ আলমের নির্দেশনায় এ বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, সদস্য খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগ নেতা শামছুদ্দোহা তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, পৌরসভার প্যানেল মেয়র মনির হোসেন প্রমুখ।