হোম > ছাপা সংস্করণ

‘নির্বাচনে বিশ্বাস করে না বিএনপি’

বরিশাল প্রতিনিধি

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘যারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে চান তাঁরাই খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছেন।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগর ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিম। পার্বত্য চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

১৯৯৭ সালে বাংলাদেশ সরকারের পক্ষে পার্বত্য চুক্তিতে সই করেন তৎকালীন জাতীয় সংসদের চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ। বরিশাল জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি তিনি। পার্বত্য চুক্তি উপলক্ষ্যে প্রতিবছর ২ ডিসেম্বর বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ শান্তি সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

আওয়ামী লীগ নেতা নাছিম আরও বলেন, পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আবুল হাসানাত আব্দুল্লাহ চুক্তিটি বাস্তবায়ন করেছেন। সেদিন অনেক ধরনের হুমকি ছিল হাসানাতের ওপর। পদে পদে বাধা আর ষড়যন্ত্র। বিএনপি জামায়াত বলেছিল শান্তিচুক্তি হলে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভারতের হবে। এই অপশক্তি বাংলাদেশের অখণ্ডতায় বিশ্বাস করে না। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, নির্বাচনে বিশ্বাস করে না।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে শান্তি সমাবেশের উদ্বোধন করেন মহানগর সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, ‘সামরিক শাসকেরা রাষ্ট্র পরিচালনায় থাকলেও পার্বত্য অঞ্চলে শান্তি ছিল না। শেখ হাসিনা শান্তি এনেছেন। বিএনপিসহ সাম্প্রদায়িক শক্তি আবারও দেশে হানাহানি করতে চায়।’

অনুষ্ঠানের অপর বিশেষ অতিথি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ এ দিনটিকে স্মরণ করার জন্য মেয়র সাদিককে ধন্যবাদ জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান, গোলাম রাব্বানী চিনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ