জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘট যৌক্তিক বলে দাবি করেছেন নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। গতকাল শুক্রবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেভাবে জনজীবন বিপন্ন, যেভাবে মানুষ কষ্টে আছে, জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধিতে জনগণের ওপর আরও চাপ বৃদ্ধি পাবে। পরিবহন থেকে শুরু করে প্রতিটি উৎপাদন খাতে দ্রব্যমূল্য বেড়ে যাবে। তার পুরো খেসারত দিতে হবে সাধারণ জনগণকে। দেশে কোনো কিছুর দাম একবার বাড়লে আর কমে না। ছয় মাস ধরে দ্রব্যমূল্য পণ্যভেদে ৩ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
নুর আরও বলেন, ‘আমাদের স্লোগান ‘‘জনতার অধিকার আমাদের অঙ্গীকার’’ সেই জনগণের অধিকার রক্ষায় যারা রাজনীতি করতে চায়, তাঁদেরকে আমাদের দলে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই রাজনৈতিক সংকট থেকে একমাত্র তরুণ প্রজন্মই পারবে জাতিকে উদ্ধার করতে।’
সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তাই এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ অংশ নেবে না। জাতিসংঘের তত্ত্বাবধানে ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। জাতিসংঘের তত্ত্বাবধানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে আমরা তিন শত আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করব। তা ছাড়া নির্বাচনে আসার চিন্তা নেই।
সাবেক ভিপি আরও বলেন, ‘সব রাজনৈতিক দল ও মানুষের প্রতি আহ্বান করি, আগামীতে আমাদের একটা গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রাম গড়ে তুলতে হবে। সেই সংগ্রামের মধ্য দিয়ে ফয়সালা হবে আগামীতে কীভাবে নির্বাচন হবে।’
এ সময় গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াসহ দলেন কয়েক শ নেতা–কর্মী উপস্থিত ছিলেন।