রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাস রেডিও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আলী।
ক্যাম্পাস রেডিওর নির্বাহী পরিচালক হিসেবে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ এবং উপনির্বাহী পরিচালক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাসনীম হুমাইদা দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া সদস্য হিসেবে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাশফিয়া ইয়াসমিন অন্বা, আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন এবং জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ক্যাম্পাস রেডিও পরিচালনায় প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ।