হোম > ছাপা সংস্করণ

সরকারি হাসপাতালে রোগীর বিছানায় কুকুর

বরগুনা প্রতিনিধি

বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের বিছানায় কুকুর ঘুমাতে দেখা গেছে। গত বৃহস্পতিবার দুপুরে জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের পুরুষ বেডে একটি কুকুর ঘুমানোর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বায়েজিদ হোসেন নামের এক ব্যক্তি। ছবিটি পোস্ট করার পর এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

বায়েজিদ হোসেন বরগুনা পৌরশহরের কেজি স্কুল এলাকার বাসিন্দা। তিনি শহরের কাপড়ের ব্যবসা করেন। বায়েজিদ বলেন, গত বুধবার রাত ১১টার দিকে চাচা অসুস্থ হয়ে পড়লে আমি হাসপাতালে যাই। এ সময় হাসপাতালের নিচতলার উত্তরপাশে ডায়রিয়া ওয়ার্ডের পুরুষ রোগীদের জন্য রাখা খালি বিছানায় একটি কুকুর ঘুমিয়ে থাকতে দেখতে পাই। আমি মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করলে একজন এসে কুকুরটি তাড়িয়ে দেন। বায়েজিদ বলেন, ওই সময়ে হাসপাতালে কোনো কেয়ারটেকার ছিল না। শুধুমাত্র কক্ষে সেবিকারা অবস্থান করছিল।

হাসপাতালের বেডে কুকুর ঘুমানোর বিষয়ে বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক হাসানুর রহমান ঝন্টু বলেন, ‘বরগুনা জেনারেল হাসপাতালের সার্বিক অবস্থার উদাহরণ এই দৃশ্য। আমাদের সাংবিধানিক মৌলিক চাহিদার অবস্থান কোথায় এটা বলার অপেক্ষা রাখে না। আমরা স্বাস্থ্যসেবায় কতটা অবহেলিত এখন প্রমাণিত। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে চরম উদাসীন। আমরা এ অবস্থার পরিত্রাণ চাই।’

যোগাযোগ করা হলে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরবা উদ্দীন গত বৃহস্পতিবার বলেন, ‘ছবিটি আমি এখনো দেখিনি। যদি এমন কিছু হয়ে থাকে তবে আমি ব্যবস্থা নেব।’ তিনি আরও বলেন, ‘আমরা হাসপাতালে রোগী সামাল দিতে ওখানে অস্থায়ী বেড করেছিলাম। আসলে আমাদের লোকবল সংকট চরমে। প্রয়োজনীয় লোকবলের অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ