উপজেলায় সরকারি সম্পত্তি দখলের জন্য দেওয়ার নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে পুলিশ।
রামগড় শহরের প্রাণকেন্দ্রে বিএডিসি সার গুদাম অবস্থিত। রামগড় প্রেসক্লাব এবং খাদ্যগুদামের পাশেই এর অবস্থান। নব্বই দশকের শুরুতে উপজেলাভিত্তিক বিএডিসির (সার গুদাম) কার্যক্রম বন্ধ করে দেওয়ার পর থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এটি। বিএডিসি সার গুদামের পাশেই আবু মিয়া নামের এক ব্যক্তির বসবাস। অভিযোগ রয়েছে গত শুক্রবার থেকে আবু মিয়া পরিত্যক্ত জায়গাটি দখলের উদ্দেশ্যে বিএডিসির সীমানার পশ্চিম পাশে দেয়াল নির্মাণের কাজ শুরু করে দেন। খবর পেয়ে বিএডিসি কর্তৃপক্ষের সহায়তায় গত শনিবার রামগড় থানা পুলিশ গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়। তবে অভিযুক্ত ব্যক্তি জায়গাটি তাঁর দাবি করেন। সরকারি সীমানার ভেতরে জনসাধারণের নিজের জায়গা দাবি করার বিষয়টি সন্দেহজনক বলছেন সংশ্লিষ্ট বিভাগের এক সহকারী পরিচালক।
অভিযুক্ত আবু মিয়া আজকের পত্রিকার কাছে জায়গাটি নিজের বলে দাবি করেন। তিনি জানান, ১৯৯৩ সালে অংশাপ্রু মারমা নামের এক ব্যক্তি থেকে ১০ হাজার টাকার বিনিময়ে জমিটি কেনেন। জায়গার পরিমাণ আড়াই শতক। সরকারি সীমানার ভেতর হলেও জমির দাগ ও খতিয়ান চিহ্ন ভিন্ন বলে জানান তিনি।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। তবে অভিযুক্ত ব্যক্তি জায়গাটি নিজের বলে দাবি করেন। এ কারণে বিএডিসি কর্তৃপক্ষ এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে বিএডিসির সরকারি জায়গা পরিমাপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
বিএডিসি (সার) রাঙামাটির সহকারী পরিচালক মো. নুরুল আফছার বলেন, অবৈধ ভাবে জায়গা দখলের উদ্দেশ্যে গুদামের সীমানার ভেতর অভিযুক্ত ব্যক্তি দেয়াল নির্মাণের কাজ শুরু করেন। অভিযোগ শুনে গত শনিবার রামগড়ে এসে পুলিশি সহায়তায় নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় প্রশাসনকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। এ ব্যাপারে খাগড়াছড়ি জেলা প্রশাসক মহোদয়কেও লিখিতভাবে অবহিত করা হবে। সরকারি প্রতিষ্ঠানের সীমানার ভেতর ব্যক্তিগত জায়গা থাকা দাবি সন্দেহজনক।