খুলনার কয়রায় নদী থেকে আলী আহম্মদ বাচায়ালী (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী গ্রামের মৃত গহর আলীর ছেলে।
গত বুধবার উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব মঠবাড়ি গ্রামের মঠের কোনায় কয়রা নদীতে কয়েকজন জেলে সকালে মাছ ধরতে গিয়ে জালে জড়ানো একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। স্থানীয়রা পুলিশকে জানালে মঠবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ইব্রাহিম হোসেন ঘটনা স্থলে এসে বেলা ১১টায় লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, বাচাআলী মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের হায়াতখালি বাজারে বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। ফল বিক্রি করে ও মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলতো তার জীবন। জ্বর অবস্থায় ৩ দিন আগে কেওড়া ফল পাড়তে গিয়েছিল। তারপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।