ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সরাইল উপজেলার কালিকচ্ছে নিজ বাসভবনে আনুষ্ঠানিক চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে দলীয় প্রতীক (লাঙল) হস্তান্তর করেন সাবেক সাংসদ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।
যাঁরা লাঙল প্রতীক পেলেন তাঁরা হলেন, অরুয়াইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, পাকশিমুলে কাজী উবায়দুল্লাহ হক, চুন্টায় হাজী বাহার, পানিশ্বর ইউপিতে উছমান গনি, নোয়াগাঁও ইউপিতে আলী নেওয়াজ, শাহজাদাপুরে আতাউর রহমান ভূঁইয়া ও শাহবাজপুরে মিলাদুল ইসলাম।