জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে দেখা করার খুব ইচ্ছে ছিল ইয়াকুব আলী খানের। গ্রাম থেকে যে বছর তিনি রাজধানীতে এলেন, তার কিছুদিন পরই কবি মারা গেলেন। কবির সঙ্গে দেখা না হওয়ার অতৃপ্তি বুকে নিয়ে কবির সৃষ্টিকেই আঁকড়ে ধরলেন ইয়াকুব।
কালের পরিক্রমায় হয়ে উঠলেন দেশের বরেণ্য নজরুল সংগীতশিল্পী। দীর্ঘদিনের সাধনার সম্মাননা হিসেবে মিলল ২০২০ সালের ‘নজরুল পুরস্কার’। গত ৩১ মে রাজধানীর শাহবাগের ‘জাতীয় জাদুঘর সুফিয়া কামাল’ মিলনায়তনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন। জাতীয় কবির জীবন, সাহিত্য ও সংগীত গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ ইয়াকুব আলী খানকে এই সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া ২০১৯ সালের নজরুল পুরস্কার পেয়েছেন ডালিয়া নওশীন। করোনার কারণে ২০১৯ এ ২০২০ সালের পুরস্কারটি এ বছর দেওয়া হয়েছে। ছবি তুলেছেন ইউসুফ আহমেদ খান।