হোম > ছাপা সংস্করণ

এবার দুদকে অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদরের ভাটিরটেক চৌমুহনী বাজার ওবাইদিয়া সুলতানিয়া দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ দিয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি মাওলানা মো. আলী আকবর।

মাদ্রাসাটির ভারপ্রাপ্ত সুপার মো. মহি উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানে নিজের ভুয়া নিয়োগ দেখিয়ে যোগদান, নিয়োগ কমিটির সুপারিশ উপেক্ষা করে প্রকৃত নিয়োগপ্রাপ্তদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে সহকারী শিক্ষক নিয়োগ, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও স্বাক্ষর জালিয়াতি। তবে এসব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, ব্যক্তিগত আক্রোশের কারণেই এসব বলা হচ্ছে।

অভিযোগ রয়েছে, মহি উদ্দিন ২০০৪ সালের ১ ডিসেম্বর প্রতিষ্ঠানের সুপার, সহ-সুপার ও সহকারী শিক্ষক পদে যোগদান করেন। অথচ একই তারিখে তিনি অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষের দায়িত্বে ছিলেন।

সরকারি নির্দেশনা মোতাবেক ২০০৫ সাল থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিবন্ধন ছাড়া কোনো শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। কিন্তু মহি উদ্দিনসহ অপর শিক্ষকদের নিবন্ধন না থাকলেও ভুয়া রেজুলেশনের মাধ্যমে গত ২০০৪ সালের ১ ডিসেম্বর তাঁদের নিয়োগ দেখানো হয়।

পরবর্তী সময়ে তৎকালীন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আলী আকবর এর প্রতিকার চেয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জানান।

বিষয়টি তদন্ত করছে শিক্ষা অফিসও। গত ৭ জুন জেলা শিক্ষা কর্মকর্তা অভিযোগটি তদন্তের দায়িত্ব দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে। কিন্তু এরই মধ্যে একাধিক শিক্ষা কর্মকর্তা বদল হওয়ায় তদন্তে অগ্রগতি হয়নি।

তবে ভারপ্রাপ্ত সুপার মো. মহি উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মাদ্রাসা কমিটির সাবেক সেক্রেটারি আলী আকবর ব্যক্তিগত কারণে আমার বিরুদ্ধে এসব অভিযোগ করছেন।’

দুদকের পরিদর্শক (নোয়াখালী) শরীফুল ইসলাম বলেন, ‘মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মহি উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে এর তদন্ত শুরু করব।’

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সালা উদ্দিন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ