হোম > ছাপা সংস্করণ

সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কায় জাপা

টাঙ্গাইল-৭ উপনির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জাতীয় পার্টি। গতকাল সোমবার টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনসহ সারা দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এ সময় উপনির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়ে মহাসচিব মুজিবুল হক আরও বলেন, ‘আমাদের আশঙ্কা হচ্ছিল যে, নির্বাচনটা নিরপেক্ষ হবে না। কারণ গত কয়েক মাসে স্থানীয় সরকার যে নির্বাচন করেছে সেটা নির্বাচনের নামে একটা নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। সেখানে আমাদের প্রার্থীদের মারধর করা হয়েছে এবং বিভিন্নভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে তাঁকে এলাকা ছাড়তে হয়েছে। অনেক জায়গায় ব্যক্তিগতভাবে প্রশাসনের সঙ্গে কথা বলে সুফল পাওয়া যায়নি।’

এ সময় চুন্নুর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, রেজাউল ইসলাম ভূইয়া, নাজমা আখতার।

এ দিকে জমে উঠেছে নির্বাচনী মাঠ। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দুই বড়দলের প্রার্থী ছাড়াও নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন আরও তিন প্রার্থী। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। বিশেষ করে নতুন ও তরুণ ভোটারদের দিকে নজর দিচ্ছেন তাঁরা। নির্বাচনে ব্যবধান গড়ে দিতে পারে এই নতুন ভোটারেরা। তাই তাঁদের দেওয়া হচ্ছেন নানা প্রতিশ্রুতি।

নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্যানুযায়ী এ আসনে ভোটার রয়েছেন ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৫০১ জন ও নারী ভোটার রয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোটর ছিল ৩ লাখ ২২ হাজার ৬৭৩ জন। নতুন করে ভোটার হয়েছে ১৮ হাজার ২৯৭ জন। শতকরা হিসেবে ৫ দশমিক ৬৭ ভাগ। এই নতুন ভোটাররা এবার নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রার্থী ও বিশ্লেষকেরা।

এ বিষয়ে কথা হয় উপজেলার জামুর্কী ইউনিয়নের আবীর হাসানের সঙ্গে। তিনি বলেন ‘এবারই প্রথম সংসদ নির্বাচনে ভোট দেব। তার ওপর ইভিএম পদ্ধতিতে, বিষয়টি বেশ উপভোগ করছি। শুধু আমি না আমার যেসব বন্ধু এবার উপনির্বাচনে ভোট দেবে তাঁরা সবাই অধীর আগ্রহ নিয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে।’

বুলবুল আহমেদ বলেন, ‘প্রথম ভোট দেব বিষয়টি বেশ উপভোগ করছি। বন্ধুদের সঙ্গে প্রার্থী ও ভোট নিয়ে প্রতিদিনই কথা বলছি আমাদের আড্ডাটাও এখন নির্বাচনময়। আশা করছি একটি সুষ্ঠু নির্বাচন হবে। আমরা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ