কক্সবাজারের মহেশখালী থানার একটি হত্যা মামলার আসামি ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য সুমন মিয়া (২৪) মারা গেছেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সুমন মিয়া নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার বাসিন্দা।
গতকাল বুধবার সকালে মহেশখালী থানার ওসি মো. আবদুল হাই বিষয়টি নিশ্চিত করেন।
কালারমারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জসিম উদ্দিন, ‘গত ২২ নভেম্বর আলোচিত আলাউদ্দিন হত্যা মামলার আসামি চট্টগ্রামে অবস্থান করছেন এমন খবরে পুলিশের একটি দল মাইক্রোবাসে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তাঁরা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীরহাট রাস্তার মাথায় পৌঁছালে একটি ট্রলি সঙ্গে তাঁদের মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে আহত হন ছয়জন পুলিশ সদস্য।