হোম > ছাপা সংস্করণ

জাতীয় পরিচয়পত্র দেখে টিসিবির পণ্য বিক্রি

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে টিসিবির বাকি প্রায় এক হাজার প্যাকেট পণ্য শুধু পরিচয়পত্র দেখে বিক্রি করেছে ডিলাররা। গত মঙ্গলবার ও গতকাল বুধবার উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার কার্যালয়ের সামনে বিভিন্ন পেশার লোকজনের কাছে এ পণ্য বিক্রি করা হয়।

এর আগে গত সোমবার টিসিবির পণ্য বিক্রির জন্য নির্ধারিত স্থান পরশুরাম পাইলট হাইস্কুলের মাঠে ট্রাক ভর্তি পণ্য নিয়ে রাত নয়টা পর্যন্ত অপেক্ষা করলেও ফ্যামিলি কার্ড নিয়ে টিসিবির পণ্য সংগ্রহ করতে কেউ না আসায় বাকি পণ্য গুদামে সংরক্ষণ করে রাখা হয়। ওই দিনের জন্য বরাদ্দকৃত ১ হাজার ৮৬২ প্যাকেট তৈরি করে রেখেছিলেন ডিলার সুজন চৌধুরী।

গত সোমবার টিসিবির পণ্য বিক্রি হচ্ছে বলে মোবাইল ফোনে ইউএনও প্রিয়াংকা দত্তকে জানানো হলে রাত সাড়ে আটটার দিকে পাইলট হাইস্কুল মাঠে গিয়ে টিসিবির অবশিষ্ট মালামাল খাদ্য গুদামে সংরক্ষণের নির্দেশনা দেন। পরে ডিলারের লোকজন অবশিষ্ট এক হাজার প্যাকেট খাদ্য গুদামে সংরক্ষণ করে রাখেন।

পরদিন পৌর এলাকার ডিলার সুজন চৌধুরী জানান ইউএনওর নির্দেশনা মোতাবেক শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিয়ে পণ্য বিক্রি করেছেন বলে স্বীকার করেছেন।

পরশুরাম পৌর এলাকার কাউন্সিলর এনামুল হক এনাম জানান, বাকি পণ্য ভোটার আইডি কার্ড এর মাধ্যমে বিক্রি করা হয়েছে।

পরশুরামে টিসিবির পণ্য বিক্রি করতে পণ্যবাহী ট্রাক নিয়ে পূর্ব নির্ধারিত পাইলট স্কুল মাঠে গত সোমবার দুপুর ২টা থেকে রাত নয়টা পর্যন্ত অপেক্ষা করলেও টিসিবির পণ্য কিনতে আসেনি কেউ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ