নরসিংদীর রায়পুরা হানাদার মুক্ত দিবস আজ ১০ ডিসেম্বর। ১৯৭১ সালের আজকের দিনে সেক্টর কমান্ডার মেজর শফিউল্লাহ ও বীর উত্তম ব্রিগেডিয়ার নুরুজ্জামানের নেতৃত্বে ৩ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা হানাদার পাকিস্তানি সৈন্যদের কবল থেকে রায়পুরাকে মুক্ত করেন। দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে আজ উদ্যাপিত হবে।
উপজেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম বলেন, এই দিবসে প্রতিবছরের মত এবারও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আজগর হোসেন বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।