হোম > ছাপা সংস্করণ

কমলগঞ্জে অটোরিকশা চালকদের মানববন্ধন

কমলগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা চালকদের সিরিয়াল জটিলতা নিয়ে সংঘর্ষের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার ভানুগাছ চৌমুহনী চত্বরে শ্রীমঙ্গল-কমলগঞ্জ রুটে মানববন্ধন করা হয়। ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজি গ্রুপ কমিটি এ মানববন্ধন করে।

এ সময় বক্তারা বলেন, অবিলম্বে আমাদের দাবি না মানলে শ্রীমঙ্গলের সঙ্গে ভানুগাছ সিএনজি চালকদের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে। এর আগেও সিরিয়াল জটিলতা নিয়ে মৌলভীবাজার জেলার নেতা-কর্মীদের উপস্থিতিতে একাধিকবার সালিস বৈঠক হয়। সালিস বৈঠকে আমাদের দাবি দাওয়া মেনে বিচারকেরা রায় দিলেও তারা তা মানতে চান না।

গত মঙ্গলবার বেলা ১২টার দিকে সিরিয়াল জটিলতা নিয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল রুটের ফুলবাড়ি চা-বাগান গেট সংলগ্ন এলাকায় ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজি গ্রুপ শ্রমিকদের সঙ্গে শ্রীমঙ্গল সিএনজি শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৭ জন আহত হন।

মানববন্ধনে বক্তব্য দেন-ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজির গ্রুপ কমিটির সভাপতি বেলাল মিয়া, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, শমশেরনগর গ্রুপ কমিটির সভাপতি আয়ুব আলী, সাধারণ সম্পাদক সজ্জাত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন গ্রুপের নেতারা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ