হোম > ছাপা সংস্করণ

ওএমএসে গাদাগাদি, ঝুঁকি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে ওএমএস কার্যক্রমে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ঝুঁকি নিয়ে চলছে চাল ও আটা বেচাকেনা। চিকিৎসকেরা বলছেন, এভাবে চলতে থাকলে সংক্রমণ ভয়ানয়কভাবে বাড়বে।

জানা যায়, উপজেলায় গত শনিবার ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করেছেন ৩২ জন। এর মধ্যে শনাক্ত হন ১৪ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ৭৪৭ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। সুস্থ হয়েছেন ৬৮৩ জন এবং সক্রিয় রয়েছেন ৫১ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদুল ইসলাম সাজু জানান, ওএমএসের ক্রয়কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি না মানা হলে সংক্রমণের অবস্থা ভয়াবহতার দিকে যাবে। এ জন্য সবাইকে সচেতন হতে হবে।

খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা গেছে, স্বল্প আয়ের মানুষের জন্য ফুলবাড়ী পৌর এলাকায় চারজন ডিলারের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল এবং ১৮ টাকা দরে আটা, শুক্রবার ছাড়া সপ্তাহে ৬ দিন বিক্রি করা হচ্ছে। এক একজন ডিলার নিজ নিজ এলাকায় এক টন করে চাল ও আটা বিক্রি করছেন। এতে করে একজন ক্রেতা পাঁচ কেজি করে চাল ও আটা ক্রয় করতে পারছেন।

গত রোববার সকাল ৯টায় ফুলবাড়ী কাঁটাবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বিক্রয়কেন্দ্র, নিমতলা মোড়, সুজাপুর টিটি মোড় ও রেলঘুমটি এলাকার বিক্রয়কেন্দ্র ঘুরে দেখা গেছে, ডিলারদের পক্ষ থেকে ক্রেতাদের হাতে জীবাণুনাশক স্প্রে করা হলেও ছিল না সামাজিক দূরত্ব। একই সঙ্গে অধিকাংশ ক্রেতার মুখে ছিল না মাস্ক।

চাল ক্রয় করতে আসা কয়েকজন নারী ক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আগেভাগে লাইনে দাঁড়িয়ে না থাকলে ক্রেতার চাপে চাল ও আটা দ্রুত শেষ হয়ে যায়। এ কারণে একটু হুড়োহুড়ি করেই কিনতে হচ্ছে।’ তবে সংক্রমণ নিয়ে তাঁদের তেমন কোনো মাথাব্যথা নেই। এ কারণে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা নেই তাঁদের মধ্যে।

ডিলার দীপলাল প্রসাদ বলেন, প্রত্যেক দিনই স্বাস্থ্যবিধি মেনে চাল ও আটা ক্রয়ের জন্য ক্রেতাদের অনুরোধ করার পরও তাঁরা স্বাস্থ্যবিধি মানছেন না। উপরন্তু এসব নিয়ে কথা বলতে গিয়ে তাঁরাই আবার চড়াও হচ্ছেন। তবে নিজেদের পক্ষ থেকে প্রত্যেক দিন ক্রেতাদের হাতে জীবাণুনাশক স্প্রে করে হাত পরিষ্কার রাখার ব্যবস্থা করা হচ্ছে।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. শামীমা আক্তার জাহান বলেন, ওএমএসের ক্রয়কেন্দ্রগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে স্বাস্থ্যবিধি নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ