হোম > ছাপা সংস্করণ

ট্রেন ধোয়ার প্ল্যান্টে খরচ ৩৬ কোটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ রেলওয়েতে প্রথমবারের মতো যুক্ত করা হলো স্বয়ংক্রিয় ট্রেন ওয়াশিং প্ল্যান্ট। ঢাকার কমলাপুর ও রাজশাহী রেলস্টেশনে এ ওয়াশিং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। রেল কর্তৃপক্ষ বলেছে, এর ফলে এখন থেকে ১০ মিনিটের মধ্যেই ১৪টি কোচের একটি ট্রেনের বাইরের অংশ পরিষ্কার করা যাবে। গতকাল সোমবার কমলাপুর রেলস্টেশনে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন এই স্বয়ংক্রিয় ওয়াশিং প্ল্যান্টের উদ্বোধন করেছেন। একই সঙ্গে রাজশাহীর প্ল্যান্টও চালু করা হয়েছে।

তবে ওয়াশিং প্ল্যান্টে ট্রেনের ভেতরে কোনো কিছু পরিষ্কার করা যাবে না। তার জন্য ওয়াশিং প্ল্যান্ট থেকে ট্রেনকে বাইরে এনে আগের ওয়াশ ফিডে নিতে হবে। এ প্ল্যান্টে মূলত এসি কোচগুলো পরিষ্কার করা হবে। বাংলাদেশ রেলওয়ে জন্য মিটারগেজ ও ব্রডগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহ প্রকল্পের আওতায় স্বয়ংক্রিয় ট্রেন ওয়াশিং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে প্রকল্পের কাজ হয়েছে। স্বয়ংক্রিয় ট্রেন ওয়াশিং প্ল্যান্ট নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩৬ কোটি টাকা।

নতুন স্থাপিত ট্রেন ওয়াশিং প্ল্যান্টের মাধ্যমে অল্প সময়ে ট্রেনের বাইরের ছাদ এবং আন্ডার গিয়ার স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করা যাবে। প্ল্যান্টে ট্রেন পরিষ্কারে প্রতিদিন কমপক্ষে এক লাখ লিটার পানি সাশ্রয় করবে এবং ব্যবহৃত পানির ৭০ ভাগ রি-সাইকেল করে পুনরায় ব্যবহার উপযোগী হবে।

ট্রেন ওয়াশিং প্ল্যান্ট উদ্বোধন অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, আগে একটি ট্রেন পরিষ্কার করতে এক ঘণ্টা সময় লাগত। এ কাজে ২০ জন লোকের প্রয়োজন হতো। কিন্তু স্বয়ংক্রিয় ট্রেন ওয়াশিং প্ল্যান্ট হওয়ার কারণে ৮ থেকে ১০ মিনিটের মধ্যে একটি ট্রেন পরিষ্কার হবে একজন লোকের মাধ্যমে। আগে একটি ট্রেন পরিষ্কারে ১ হাজার লিটার পানি খরচ হতো এখন ওয়াশিং প্ল্যান্টে ৪০০ লিটার পানি লাগবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ