আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সোনাগাজী পৌরসভা নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। প্রার্থীদের বিরামহীন প্রচারণায় ভোটারদের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে। সকাল-সন্ধ্যা গণসংযোগে গিয়ে ভোটারদের মন জয়ে মরিয়া প্রার্থীরা।
এই পৌরসভায় মেয়র পদে ৪ জন, সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৪ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকের আওয়াজে সরগরম থাকে পৌর এলাকা।
মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভেকেট রফিকুল ইসলাম খোকনকে জেতাতে এককাট্টা হয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গতকাল বুধবার বেলা তিনটার দিকে এক পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্টে সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হকের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, ফেনী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ উল্যাহ খোন্দকার, প্রচার সম্পাদক জহিরুল আলম জহির প্রমুখ।