বান্দরবানে ১০০ কিলোমিটার মাউন্টেন বাইসে রেস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টায় শহরের রাজার মাঠে এর শুরু হয়। বিকেল চারটায় একই স্থানে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং ইউএনডিপি-সিএইচটিডিএফের সহযোগিতায় বান্দরবানের এই বাইক রেস আয়োজনে করে বাংলাদেশ সাইকেল ফেডারেশন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইকেল ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সানজিদা খানম।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী মো. রাকিবুল ইসলাম পেয়েছে ৩০ হাজার টাকার চেক, একটি বাইসাইকেল ও একটি মেডেল। এতে দ্বিতীয় হয়েছেন সায়েম মাহমুদ এবং তৃতীয় হয়েছেন শাহাদাৎ হোসেন।
সাইকেল ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহেরুল আলম চৌধুরী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর উদ্যাপনের অংশ হিসেবে এই প্রতিযোগিতা আয়োজন করে। এতে সারা দেশ থেকে ১০০ জন প্রতিযোগী অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন প্রমুখ।
সাংসদ বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘যেকোনো প্রতিযোগিতার মাধ্যমে মেধা, যোগ্যতা, সাহসিকতা ও দক্ষতার সৃষ্টি হয়। মাউন্টেন বাইক রেস প্রতিযোগিতায় দীর্ঘ ১০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া তারই পরিচায়ক।’