হোম > ছাপা সংস্করণ

পরিচয় মিলেছে খণ্ডিত সেই মরদেহের

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাতপরিচয় হিসেবে যে যুবকের মরদেহের তিনটি খণ্ডিত অংশ (দুই হাত ও কোমর থেকে ঊরু) উদ্ধার করা হয়েছিল তাঁর পরিচয় মিলেছে। গতকাল রোববার মরদেহের বাকি অংশগুলোও উদ্ধার করেছে কালীগঞ্জ থানার উলুখোলা ফাঁড়ি পুলিশ। 
নিহত যুবকের নাম সবুজ বার্নাড ঘোষাল (৩২)। তিনি উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের অমূল্য বার্নাড ঘোষালের ছেলে। তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

এর আগে গত শনিবার সকালে উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মানিক মিয়ার ভাড়া বাড়ির সামনের ডোবা থেকে মরদেহের তিন টুকরো উদ্ধার করা হয়। গতকাল মিলেছে মরদেহের বাকি অংশ। মুখমণ্ডল উদ্ধারের পর তাঁকে শনাক্ত করেন স্বজনেরা।

মরদেহের বাকি অংশ উদ্ধার ও পরিচয় শনাক্তের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মাদ ছানোয়ার হোসেন জানান, খণ্ডিত মরদেহের একাধিক টুকরো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর বেলা ৪টা ৬ মিনিটে সবুজ তাঁর কর্মস্থল থেকে বের হন। এরপর তিনি আর কারখানায় বা বাড়িতে ফেরেননি। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ