ইরান ও ছয় পশ্চিমা শক্তির মধ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গতকাল ৭তম দফা পরমাণু আলোচনা শেষ হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানকে চুক্তিতে ফেরাতে এ আলোচনা। কিন্তু বড় ধরনের কোনো অগ্রগতি ছাড়াই আলোচনা শেষ হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
আল জাজিরা জানায়, চুক্তিতে ফিরতে নিজেদের দাবি-দাওয়া জানিয়ে ইউরোপীয় পক্ষগুলোর হাতে দুইটি খসড়া প্রস্তাব হস্তান্তর করেছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছেন একজন ইউরোপীয় কূটনীতিক।
গত বৃহস্পতিবার এক টুইটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান লিখেন, ‘আমরা চুক্তিতে ফিরতে প্রস্তুত। বাকিটা পশ্চিমাদের হাতে।’
ইরানের পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণ করতে ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ‘জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন’ বা জেসিপিওএ করে তেহরান। ২০১৮ সালে চুক্তি থেকে হুট করে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাইডেন চুক্তিতে ফেরার চেষ্টা করছেন।