শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের বারইকান্দি গ্রামে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে পিতা আজগর আলী (৯০) ও পুত্র হায়তুল্লাহ মিয়া (৬৫) মারা গেছেন।
গত শনিবার সকালে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বারইকান্দি গ্রামের মৃত কলিম উদ্দিনের পুত্র ৫ সন্তানের জনক আজগর আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার ছেলে ৩ সন্তানের জনক হায়তুল্লাহ ৫ মাস ধরে নানা রোগে শয্যাশায়ী ছিলেন। গতকাল সকাল ৯টার দিকে মারা যান আজগর আলী। পিতার মৃত্যুর সংবাদ শুনে ৩০ মিনিট পরেই মারা যান পুত্র হায়তুল্লাহ মিয়া। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। গণপদ্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুর রহমান আবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।