ঘাটাইল উপজেলায় প্রাথমিকের ২১ শিক্ষার্থী ২০২০ সালের জাতীয় শাপলাকাব পদক পেয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ স্কাউটসের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
পদক পাওয়া ২১ জনের মধ্যে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উইজডম ভ্যালির ১২ জন এই অ্যাওয়ার্ড পেয়েছে। এই প্রতিষ্ঠান থেকেই জেলায় সর্বাধিক পদক পেয়েছে। এ ছাড়া উপজেলার চানতারা (দ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনজন ও কোলাহা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছয়জন রয়েছে এই তালিকায়।
এ বিষয়ে উইজডম ভ্যালির সহকারী প্রধান শিক্ষক মেহেরুন্নাহার বাবলী বলেন, এবার আমাদের প্রতিষ্ঠান থেকে ১২ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবাই পদক পেয়েছে। ২০১৯ সালে আমাদের প্রতিষ্ঠান থেকেই প্রথমবারের মতো দুজন পদক পায়।
প্রতিষ্ঠানের কাব লিডার মো. আবুল কাশেম জানান, ২০১৪ সালে চার্টার পাওয়ার পর থেকে কাবস্কাউট কার্যক্রম গতিশীল হয়। বর্তমানে উইজডম ভ্যালিতে দুটি কাবদল আছে। সারা বছর নিয়মিত প্যাক মিটিংসহ সব কার্যক্রম হয়ে থাকে। পদক পাওয়ার পর কাব সদস্য জারিন তাসনিম অবনী জানায়, পদক পেয়ে সে ভীষণ আনন্দিত।
জেলার মধ্যে সর্বাধিক পদক পাওয়া কাবস্কাউটের সহকারী পরিচালক (টাঙ্গাইল ও গাজীপুর) মো. আবু সাঈদ ও ঘাটাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান অভিনন্দন জানিয়েছেন।