শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন কানন।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। জাকির হোসেন কানন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দারিয়াপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
এ সময় জাকির হোসেন কানন বলেন, ‘শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। সেই সঙ্গে আমি এবং আমার নেতা-কর্মীরা নৌকা প্রার্থীর পক্ষে কাজ করব।’