ঝিকরগাছা প্রতিনিধি
অবশেষে যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা এল। আগামী ১৬ জানুয়ারি এই নির্বাচন হবে বলে গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করে। ফলে দীর্ঘ ২১ বছর পর এ পৌরসভায় ভোট বন্ধের তালা খুলল।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৭ ডিসেম্বর এবং ভোট ১৬ জানুয়ারি।
ঝিকরগাছা পৌরসভার ২০০১ সালে এপ্রিল মাসে প্রথম এবং শেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর পর সীমানা সংক্রান্ত জটিলতা মামলায় মেয়াদ শেষের পরও দীর্ঘ ১৫ বছর আর কোনো নির্বাচন হয়নি।