রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগরীতে জুয়া খেলার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল দামকুড়া থানার জাংগালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জুয়া খেলার তাস ও নগদ টাকাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বাবু , মো. মোক্তার, মো. নাসিম, রজব আলী, মো. রেজাউল, মমিন ইসলাম, মো. জামিরুল, স্বপন পলাশ ও মো. মিজান।