হোম > ছাপা সংস্করণ

বিভাজন রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দিনাজপুর প্রতিনিধি

রাজনীতি ও সমাজে সাম্প্রদায়িক বিভাজন রুখতে দেশের ধর্মীয় সংখ্যালঘু ও সংখ্যালঘু জাতিসত্তার অধিকার রক্ষায় জনগণকে সংগঠিত ও ঐক্যবদ্ধ-লড়াই গড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

গতকাল বৃহস্পতিবার দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে পার্টির জেলা কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক।

ধারণাপত্র পাঠ করেন হবিবর রহমান। বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির নেতা রবিউল আউয়াল খোকা ও সাবেক জেলা সভাপতি কমরেড আব্দুল হক।

প্রধান অতিথি মাহমুদুল হাসান মানিক বলেন, সাম্প্রদায়িকতা কেবল সংখ্যালঘুদেরই আঘাত করে না, বাংলাদেশ রাষ্ট্র তার সংবিধান ও আইনকেও আঘাত করে।

বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়া এখন তাই জরুরি রাজনৈতিক কর্তব্য। এ সকল দাবির ভিত্তিতে তাই প্রচার, প্রকাশনা, গণজমায়েত, সামাজিক শক্তিসমূহকে ঐক্যবদ্ধ করা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। তিনি সাম্প্রদায়িক শক্তিকে রুখে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ