হোম > ছাপা সংস্করণ

অভিযোগেই শেষ হলো প্রচার

সুনামগঞ্জ ও শান্তিগঞ্জ প্রতিনিধি

তৃতীয় ধাপে সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭টি ইউপি নির্বাচন আগামীকাল রোববার। দুই উপজেলায় ১৭ ইউপিতে প্রার্থীরা গতকাল শুক্রবার মধ্যরাত পর্যন্ত প্রচারে ব্যস্ত ছিলেন। তবে শেষ মুহূর্তের প্রচারে চেয়ারম্যান প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগও করেছেন।

সদর উপজেলার গৌরারং ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফুল মিয়া অভিযোগ করে বলেন, নৌকা প্রার্থীর সমর্থকেরা আমার কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছেন। কেন্দ্র দখল করে ভোট দেওয়ার শঙ্কা রয়েছে। এ ছাড়াও ইউনিয়নের সাক্তারপাড়, সোনাপুর বেদেপল্লি ও বড়ঘাট এলাকায় তাঁকে প্রচার চালাতে বাধা দেওয়ায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

একই অভিযোগ করলেন অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থীর লোকজন আমার কর্মীদের মারধর করছেন।’ জাতীয় পার্টির প্রার্থীর বিরুদ্ধেও অভিযোগ করেছেন তিনি।

এই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছালমা আক্তার চৌধুরী এমন অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে বলেন, ‘আমি জনগণের ভোটে নির্বাচিত হব, শক্তি দেখিয়ে নির্বাচিত হওয়ার ইচ্ছে আমার নেই।’

সুনামগঞ্জ সদর উপজেলার নয় ইউনিয়নে ভোট। চেয়ারম্যান পদে ৬৩, সংরক্ষিত নারী আসনে ১১৬ এবং সাধারণ সদস্য পদে ৩৯৯ জন প্রার্থী হয়েছেন।

এদিকে জেলার জেলার শান্তিগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে ভোট গ্রহণকে কেন্দ্র করে চলছে উৎসবের আমেজ।

এতে চেয়ারম্যান পদে ৪৩ জন, সাধারণ সদস্য পদে ৩৪২ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৯৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানে হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাইদ জানান, নির্বাচনে সহিংসতা এড়াতে প্রশাসন প্রস্তুত। পুলিশের পাশাপাশি র‍্যাব আছে মাঠে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ