ব্যাপক নিরাপত্তার মধ্যে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী জি২০ সম্মেলন। ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত বিশ্বের শীর্ষ ২০ দেশের এ সম্মেলনে জলবায়ু, করোনা এবং বিশ্ব অর্থনীতি গুরুত্ব পাচ্ছে। ২০ সদস্যের মধ্যে ১৮ দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানেরা অংশ নিলেও স্বাস্থ্য ঝুঁকির কারণে এতে অংশ নেয়নি চীনা ও রুশ প্রেসিডেন্ট। তারা ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন।
আজ থেকে স্কটল্যান্ডে শুরু হওয়া জলবায়ু সম্মেলনের আগে ধনীদের এ সম্মেলনে জলবায়ু বিষয়ে বড় ধরনের ঘোষণা আশা করা হয়েছিল। কিন্তু প্রকাশিত ইশতেহারে তা নিয়ে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা দেখা যায়নি। অথচ বিশ্বের মোট কার্বন নিঃসরণের প্রায় ৮০ শতাংশ করে এ ২০টি দেশ।
তবে ২০২২ সালের মধ্যে বিশ্বের অন্তত ৭০ শতাংশ মানুষের টিকা দেওয়া ঘোষণা দেওয়া হয়েছে। আর নির্দিষ্ট করা না হলেও বৈশ্বিক করপোরেট কর বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে ইশতেহারে।