হোম > ছাপা সংস্করণ

কপোতাক্ষ নদের চরে চিংড়িঘেরের ঘরে আগুন

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার তালা সীমান্তে কপোতাক্ষ নদের টোটার চরে চিংড়িঘেরের একটি ঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মাছ ধরার সরঞ্জামাদি পুড়ে গেছে। এ ঘটনায় ঘের মালিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চিংড়িঘের মালিক উপজেলার রাড়ুলি গ্রামের মৃত আরমান আলীর ছেলে হায়দার আলী (৫০) জানান, সোমবার গভীর রাতে কে বা কারা আমার ৪০ বিঘা চিংড়ি ঘের আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় আমার বাসায় থাকা খেপলা জাল, নেট, কলজালসহ সম্পূর্ণ ঘের পুড়ে ছাই হয়ে গেছে।

এতে বাসাসহ প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, আমি দীর্ঘ ২২ বছর ধরে ৪০ বিঘা জমিতে চিংড়ি চাষ করে আসছি। কিন্তু পার্শ্ববর্তী তৈয়বুর রহমান গাজী আমার চিংড়ি ঘেরের মধ্যে চার বিঘা জমি ইজারা চুক্তিতে নেওয়ার কথা বলে ঘের দখলের পাঁয়তারা করছে। গত ৬ জানুয়ারি তারা আমার ঘের দখল করতে আসে। কিন্তু দখল করতে না পেরে ঘেরের রাস্তা কেটে ক্ষতিসাধন করে।

এ বিষয়ে আমি থানায় সাধারণ ডায়েরি করি। আমার ধারণা তারা রাতের আঁধারে আগুন ধরিয়ে দিয়েছে।

প্রতিপক্ষ তৈয়বুর গাজী জানান, এ বিষয়ে আমি কিছু জানি না। আমি হায়দার আলী গোলদারের ঘেরের মধ্যে চার বিঘা চিংড়ি ঘের চুক্তিপত্র অনুযায়ী পাব। আমি থানায় অভিযোগ করলে দু’পক্ষের সমঝোতায় মঙ্গলবার জমি ছেড়ে দেওয়ার কথা থাকলেও তারা জমি ছেড়ে দেয়নি। এখন নিজেরা আগুন দিয়ে আমাদের ওপর দায় চাপাচ্ছে। পাইকগাছা থানার উপপুলিশ পরিদর্শক নিরুপম নন্দী জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে এসেছি। ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ