শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন পর্যন্ত উপজেলার ৭ ইউপিতে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে মোট ৩৮৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৫ জন, সাধারণ সদস্য পদে ২৫৯ জন রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৭ জন, ইসলামি আন্দোলনের ৭ জন, জাকের পার্টির ৩ জন, জাতীয় পার্টির ১ জন এবং স্বতন্ত্র ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।