আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নারায়ণগঞ্জের মানুষের মনে নতুন প্রাণের সঞ্চার করেছে। এই ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ঠেকানোর সাধ্য কারও নেই। ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর বিশাল জয়ের মাধ্যমে তা আবারও প্রমাণিত হবে।
গতকাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে নৌকার প্রার্থী আইভীর নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে আমিনুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, ১১ বছরের ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের চেহারাই পাল্টে দিয়েছেন। নগরবাসী আজ তার সুফল ভোগ করছেন। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আইভীর কোনো বিকল্প নেই।
মতিউর রহমান ব্যাপারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোরশেদ কামাল, ঢাকা সিটি দক্ষিণ করপোরেশনের ওয়ার্ড কাউন্সিল আনিসুর রহমান প্রমুখ।