প্রিয়তমা (বাংলা সিনেমা)
অভিনয়ে: শাকিব খান, ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম
দেখা যাবে: বায়োস্কোপ
গল্পসংক্ষেপ: ভাইয়ের মৃত্যুর পর তাঁর ব্যবসার পাওনা টাকা উদ্ধার এবং মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে কক্সবাজারে আসে সুমন। সেখানেই ইতির সঙ্গে সুমনের পরিচয়। ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে তারা।
সুড়ঙ্গ (বাংলা সিনেমা)
অভিনয়ে: আফরান নিশো, তমা মির্জা
দেখা যাবে: চরকি
গল্পসংক্ষেপ: মাসুদ একজন ইলেকট্রিক মিস্ত্রি। সে ভালোবেসে বিয়ে করে ময়নাকে। বিয়ের পর ময়নার চাহিদা মেটাতে হিমশিম খায় মাসুদ। টাকা উপার্জনের জন্য বিদেশ যায় মাসুদ। এদিকে টাকার লোভে মাসুদের বন্ধুর সঙ্গে পালিয়ে যায় ময়না। দেশে ফিরে টাকা উপার্জনের জন্য মরিয়া হয়ে উঠে মাসুদ। একপর্যায়ে ব্যাংক লুটের পরিকল্পনা করে সে।
কুমুদিনী ভবন (বাংলা সিরিজ)
অভিনয়: ঋষভ বসু, অম্বরিশ ভট্টাচার্য
দেখা যাবে: হইচই
গল্পসংক্ষেপ: মহিলা হোস্টেল কুমুদিনী ভবনে একটা খুন হয়েছে। খুনের তদন্ত করতে আসে পুলিশ কর্মকতা। বিশেষ ক্ষমতাসম্পন্ন এক যুবক থাকে চিলেকোঠায়। সন্দেহের তালিকায় আছে আরও অনেকেই। জিজ্ঞাসাবাদে উঠে আসে একের পর এক ক্লু। কিন্তু রহস্য যেন ক্রমেই দানা বাঁধে আরও।
কিলার বুক ক্লাব (ইংলিশ সিনেমা)
অভিনয়: আলভারো মেল, ইভান পেলিসার
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: হররপ্রেমী আটজন বন্ধু এক রাতে মেতে ওঠে ভয় দেখানোর খেলায়। সেই রাতেই হয়ে যায় খুন। সেই খুনের রহস্য জানে কেবল এই আটজন। প্রায় সামলে নিয়েছিল সব, কিন্তু হঠাৎ করেই একজন ক্লাউন ধাওয়া করতে শুরু করে তাদের। ঘাতক ক্লাউনের হাত থেকে প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ওঠে তারা।