অবৈধভাবে কাঠ পোড়ানো ও কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার দায়ে লক্ষ্মীপুরে এক ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার জকসিন বাজারের পাশের ফাতেমা ব্রিকফিল্ডের এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ইটভাটায় এ জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার আজকের পত্রিকাকে জানান, সদর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে কাঠ পোড়ানো ও কৃষি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় ব্যবহার করা হচ্ছে। যা পুরোপুরি অবৈধ। ফাতেমা ব্রিকফিল্ডে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে শারমিন আক্তার ইটভাটাগুলোতে ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ও কৃষিজমির মাটি কাঁচামাল হিসেবে ব্যবহার না করার অনুরোধ জানান।