পূজা দেখতে গিয়ে বখাটেদের শ্লীলতাহানির শিকার হয়েছেন এক কিশোরী। এ বিষয়ে গতকাল সোমবার সকালে ওই কিশোরীর বাবা পাথরঘাটা থানায় একটি লিখিত অভিযোগ করেন। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
যাদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে তারা হলেন, পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী গ্রামের জাকারিয়া (২০), ইব্রাহিম (২০), হায়দার (২২), বাবু (২৮), ফিরোজ ও ছাহাবিল।
থানায় করা অভিযোগ থেকে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত ৮টার দিকে ওই কিশোরী তার বাবার সঙ্গে কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা বাজারে দুর্গাপূজা দেখতে মণ্ডপে যায়। এ সময় এলাকার একটি ছেলে মণ্ডপে অসুস্থ হয়ে পড়ে। ওই কিশোরীর বাবা মেয়েকে রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখে ওই ছেলেটিকে নিয়ে কাকচিড়া বাজারে যান। কিশোরীকে একা দাঁড়ানো দেখতে পেয়ে অভিযুক্তরা অশালীন মন্তব্য করতে থাকে। একপর্যায়ে কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা চালায় তারা।
কিশোরী নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে জাকারিয়া নামের এক তরুণ তার গলায় ছুড়ি ধরে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। কিশোরী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে বখাটেদের হাত থেকে তাকে উদ্ধার করে।
কিশোরীর বাবা বলেন, ‘আমি ঘটনাস্থলে পৌঁছে মেয়েকে কাঁদতে দেখি। এ সময় বিষয়টি আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার জনপ্রতিনিধিদের জানাই। কিন্তু বিচারের আশ্বাস দিলেও তারা এর কোনো সমাধান করেননি। তাই আমি থানায় লিখিত অভিযোগ করেছি।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মেয়ের বাবা ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।