গৌরীপুর প্রতিনিধিগৌরীপুরে বিদ্যুতায়িত হয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল ওয়াদুদ নামে এক ব্যক্তি মারা গেছেন। এর এক সপ্তাহ আগে ঢাকায় এক দুর্ঘটনায় তাঁর বড় ভাই আব্দুল কুদ্দুস নিহত হন। দুই ভাইয়ের মৃত্যুতে ওই পরিবারে এখন চলছে শোকের মাতম। উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, ওয়াদুদের চাচাতো বোন ইসরাত জাহানের গায়েহলুদে ওয়াদুদ ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। এর আগে ২২ অক্টোবর তাঁর ভাই নির্মাণ শ্রমিক কদ্দুস ঢাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে নিহত হন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, বিয়ে বাড়িতে বিদ্যুতায়িত যুবক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তবে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।